Yakub Ali

Call

ডাক্তারেদের মতে এখনো পর্যন্ত, বিরুপ

প্রভাব পড়ার মতো লক্ষন/ উপসর্গ দেখা

যায়নি,

এখনো তাই নিয়মিত জন্ম বিরতি করন পিল

খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।


পিল খাওয়া বন্ধ করলে আবার গর্ভধারনে

গর্ভাশয় উপযোগী হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
makahjad

Call

দীর্ঘ দিন ফীল খাওয়ার কারনে জরায়ুতে চর্বি জমে যায়।এ কারনে অনেক সময় বাচ্চা জন্ম নেয় না। স্বাভাবিক ভাবে তেমন কোন সমস্যা হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
JamalPasha

Call
জন্ম বিরতিকরণ পিল আসলে একপ্রকার হরমোন (ইস্ট্রোজেন ও প্রজেস্তিন) জাতীয় ঔষধ যা সন্তান উৎপাদনের জন্যে দায়ী জরায়ুর নির্দষ্ট হরমোন (ওভাম) নিঃসরণ/উৎপাদন কে বন্ধ করে দেয়। দীর্ঘদিন ধরে পিল খেলে পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ পিল বন্ধ করার পরও ওভাম উৎপাদনের পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে কিছুদিন সময় লাগতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রিকভারী টাইম দীর্ঘও (২  থেকে ৩ বছর) হতে পারে। তাই প্রাই সময়ে দেখা যায় দীর্ঘদিন পিল খাওয়ার পর সন্তান নিবার জন্যে পিল খাওয়া বন্ধ করলেও সহজে গর্ভধারণ সম্ভব হয়ে উঠেনা। তাছাড়া পিলের আরো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন- মাথা ব্যাথা, বমি ভাব, ওজন অতিরিক্ত বেড়ে বা কমে যাওয়া ইত্যাদি। তাই ভবিষ্যতে গর্ভধারণের ক্ষেত্রে যেকোন ধরণের জঠিলতা থেকে বাঁচার জন্যে পিল না খেয়ে কনডম ব্যবহারই উত্তম। আমাদেরকে এটা মনে রাখতেই হবে যে, সব ধরণের ঔষধের কোন না কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকেই।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ