শেয়ার করুন বন্ধুর সাথে

প্রত্যেক দেশের মুদ্রার মান নির্ধারিত হয় সে দেশের মূল্যসূচক এবং তার আমদানী , রপ্তানীর ওপর ভিত্তি করে । দৃশ্যমান এমন কোন মানদন্ড নেই যা সব দেশের মুদ্রাকে এক স্থিতিতে ধরে রাখবে। যেমনটি হতো যখন মুদ্রার বিপরীতে স্বর্ণ ছিল। তখন স্বর্ণই ছিল মুদ্রার মূল্যায়নের মূল মানদন্ড। মোট কথা দেশের সামগ্রীক অর্থনীতি ই নির্ধারণ করে সে দেশের কাগুজে মুদ্রার মান। যেহেতু প্রত্যেক দেশের অর্থনীতি এক নয়। কোনটা উন্নত কোনটা অনুন্নত। তাই একেক দেশের মুদ্রার মানও একেক রকম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ