শেয়ার করুন বন্ধুর সাথে

Call

প্রথমে একটি কথা বলা প্রয়োজন, "ওজন" এককটি ব্যাবহার করা হয় কেবল মাত্র পৃথিবীর কোন বস্তুর ক্ষেত্রে আর পৃথিবীর বাইরের কোন বস্তুর বেলায় বলা হয় "ভর"। কারন, ওজন হল কোন বস্তুর ভিতর পদার্থের পরিমান (যাকে ভর বলে) এবং ওই বস্তুর উপর প্রযুক্ত মধ্যাকর্ষন শক্তির পরিমানের গুনফল। পৃথিবীর বাইরের কোন বস্তুর উপর মধ্যাকর্ষন শক্তির প্রভাব নেই বলে সে ক্ষেত্রে "ভর" ব্যাবহার করা হয়।

তাহলে আপনার প্রশ্নটি হবে "সূর্যের ভর কত?"
সূর্যের ভর হল 1.989E30 kg

সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাস থেকে ১০৯ গুন বেশি এবং সূর্যের ভর পৃথিবীর ৩৩৩,০০০ গুন বেশি।
তারমানে, একটি সূর্যের ভিতরে ১৩,০০,০০০টি পৃথিবী এটে যেতে পারে।

তথ্যসূত্র: 

  1. http://coolcosmos.ipac.caltech.edu/ask/5-How-large-is-the-Sun-compared-to-Earth
  2. https://en.wikipedia.org/wiki/Solar_mass
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ