বর্তমানে বহুল জনপ্রিয় হলো এফএম রেডিও।এফএম শব্দের অর্থ কী?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এফএম একটি শব্দ নয়। এফএম বা FM হচ্ছে দুইটি ইংরাজি শব্দের সংক্ষেপিত রুপ। এর পুর্ণরুপ হচ্ছে Frequency Modulation. যদিও এর বাংলা অর্থ করা অনেক কঠিন। তারপরও কিছুটা হলেও ধারনা পাবেন, FM হচ্ছে শব্দের কম্পংঙ্কীয় একটি একক। এটি একটি তরঙ্গ। Frequency Modulation ব্যাপকভাবে এফএম রেডিও সম্প্রচারের জন্য ব্যবহার করাহয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ