শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?


শেয়ার করুন বন্ধুর সাথে
শব্দের বেগ কয়েকটি  বিষয়ের উপর নির্ভর করে। 

1.মাধ্যমের প্রকৃতি: বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন।
 উদাহরণস্বরূপ বায়ু, পানি এবং লোহাতে শব্দের বেগ
 ভিন্ন ভিন্ন।  20 ডিগ্রি সে. তাপমাত্রায় বায়ুতে শব্দের 
বেগ 344ms^-1 , পানিতে 1450ms^-1  , আর 
লোহায় 5130ms^-1 । সাধারণভাবে বলা যায় 
বায়ুতে শব্দের বেগ কম,তরলে তার চেয়ে বেশি আর 
কঠিন পদার্থে সবচেয়ে বেশি। 

2.তাপমাত্রা: বায়ুর তাপমাত্রা যতো বাড়ে বায়ুতে শব্দের 
বেগও ততো বাড়ে। এজন্য শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে 
শব্দের বেগ বেশি। 
  
3.বায়ুর আর্দ্রতা: বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ 
বৃদ্ধি পায়। এজন্য শুষ্ক বায়ুর চেয়ে ভিজা বায়ুতে শব্দের 
বেগ বেশি। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ