তিন দিন ধরে সামন্য জ্বর আর সর্দি হাঁচি তে ভোগছি। নাপা 500mG খেয়েছি। কিন্তু জ্বর কমলে ও সর্দি কমছে না,এদিকে সামনে টেস্ট পরিক্ষা। অন্য কোন মেডিসিন নিব??
শেয়ার করুন বন্ধুর সাথে

সর্দির জন্য এলাট্রল বা ডক্সিকেপ ,পিরিটন ট্যাবলেট খেতে পারেন এতে সর্দি দূর হবে।তুলসি পাতার রসের সাথে আদার রস মিলিয়ে খেতে পারেন এতেও সর্দি কমবে। গরম স্যূপ খেতে পারেন এতে কিছুটা স্বস্তি অনুভব করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

ভিটামিন সি খান, প্রথম দিন, সকাল দুপুর রাত ৩টা কিন্তু পরের দিন একটা বা দুটো খান, প্রায় সেরে গেছে মনে হলে একটা করে খেতে পারেন কিন্তু বেশিদিন খাবেন না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি রুপা ট্যাবলেট,এলাট্রন ট্যাবলেট খেতে পারেন সর্দির জন্য আর জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ঔষুধ সেবন করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ