ধানি পোনা চাষের জন্য পুকুরের আগাছা ও মাছখেকো মাছ মেরে ফেলা দরকার। প্রতি ৩ ফুট গভীরতার জলের জন্য বিঘা প্রতি ৩০০ কিলোগ্রাম মহুয়া খইল ছড়ালে আগাছা ও মাছখেকো মাছ মেরে ফেলা সম্ভব হবে। মহুয়া খইল দেওয়ার ৭ দিন বাদে বিঘা পিছু ৩০ কিলো গ্রাম কলি চুন ছড়িয়ে দিতে হবে। চুন দেওয়ার ১৫ দিন পর বিঘা প্রতি ৫০০ থেকে ৭০০ কিলো গ্রাম কাঁচা গোবর ছড়াতে হবে। এই রকম অবস্থায় পুকুরে চাষের জন্য ধানি পোনা ছাড়া যাবে। মহুয়া খইল, চুন ও কাঁচা গোবর প্রয়োগ করার পর ভালো করে পুকুরের জলে মিশিয়ে দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ