তােমরা কি একটা মজার তথ্য জানাে? মানুষের চোখ প্রায় ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ভিন্ন ভিন্ন রঙ দেখতে ও চিনতে পারে। যাই হােক, আয়না নিয়ে কথা বলছিলাম, তার প্রসঙ্গেই আসি।

আয়নার সামনে যা রাখা হয়, আয়নায় হুবহু তারই প্রতিবিম্ব গঠন করে। কিন্তু যদি প্রশ্ন করা হয় আয়নার রঙ কি!

হয়তাে অনেকেই বলবে আয়নার রঙ সাদা, আবার অনেকেই বলবে আয়নার রঙ রূপালী। তবে দুঃখজনকভাবে আয়নার রঙ এর মধ্যে একটাও না।

আয়নার রঙ জানার আগে আমরা জেনে নিই আদর্শ আয়না (আদর্শ দর্পন) এর বৈশিষ্ট্য কি। দর্পন বা আয়না হল এমন একটি মসৃণ তল যেখানে আলাের প্রতিফলনের নিয়মানুযায়ী নিয়মিত প্রতিফলন ঘটে। আদর্শ আয়না সাধারনত কোন আলােই প্রতিফলিত করবে না। বরং সম্পূর্ন আলােটাই শােষণ করবে।


কিন্তু আমাদের পৃথিবীতে একেবারে আদর্শ আয়না কোথাও নেই। সাধারন আয়নাগুলাে কিছু আলােক রশ্মি শােষন করে থাকে।

পরীক্ষা করে দেখা যায় আয়না যে আলাে প্রতিফলিত করে তার তরঙ্গদৈর্ঘ্য ৫১০ ন্যানােমিটার। যা দৃশ্যমান সবুজ আলাের তরঙ্গদৈর্ঘ্য।

সুতরাং পদার্থবিজ্ঞানের তথ্য থেকে বলা যায়, আয়নার রঙ সবুজ।

(বিঃদ্রঃ যে বস্তু থেকে যে রঙের আলাে প্রতিফলিত হয়, সে বস্তুর রঙ তাই।)

বায়ুমন্ডল থেকে নীল আলাে প্রতিফলিত হয় বলে বায়ুমন্ডলের রঙ নীল। ব্লাকহােল থেকে কোন আলােই প্রতিফলিত হয় না বলে ব্লাকহােলের রঙ কালাে, আবার সূর্য থেকে সব রঙের আলাে প্রতিফলিত হয় বলে সূর্যের রঙ সাদা দেখায়)


Share with your friends