ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি সুপারহিট মুভি ভালোবাসা ভালোবাসা । এই মুভিটি ২০০৮ সালে আগেই রিলিজ হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যায় না। ছবিটি দেখতে নিচের বাটনে ক্লিক করুন ভালবাসা ভালোবাসা ২০০৮ সালের রবি কিনাগীরের একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি হিরণ চ্যাটার্জী ও শ্রাবন্তী চ্যাটার্জীর অভিনীত ২য় চলচ্চিত্র। পাঁচ সপ্তাহতেই সাফল্যে পরে প্রযোজক অশোক একটি গান "বল রাজা চাঁই কেমন রানী" শুটিং করেন এবং ছবিতে যুক্ত করেছিলেন। এটি অস্ট্রিয়ার সালজবার্গে শুটিং করা ১ম বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি তেলুগু ভাষায় বোম্মারিল্লু নামে রিমেকে প্রকাশ রাজ, জেনেলিয়া ডি সুজা এবং সিদ্ধার্থ নারায়ণ অভিনীত ভাস্কর পরিচালিত এবং সহ-রচয়িতা করেন।[৪] চলচ্চিত্রটি মূলত বাবা তার ছেলের উপর ভালোবাসায় অন্ধ হওয়া একটি পিতা এবং পুত্রের সম্পর্কের বাঁধনে জড়িয়ে থাকা। এই ছবির শিরোনাম সংগীতও বোম্মারিল্লু থেকে নেওয়া হয়েছে। পরিচালকঃ রবি কিনাগী প্রযোজকঃ- অশোক কুমার ধানুকা উৎসঃ- ভাস্কর এবং আব্বুরি রবি কর্তৃক বোম্মারিল্লু শ্রেষ্ঠাংশে সব্যসাচী চক্রবর্তী হিরণ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় সুরকারঃ- এস. পি. ভেঙ্কটেশ দেবী শ্রী প্রসাদ পরিবেশকঃ- স্কাই মুভিস মুক্তিঃ- ২ রা অক্টোবর ২০০৮ দৈঘ্যঃ- ১৫৫ মিনিট দেশঃ- ভারত ভাষাঃ- বাংলা নির্মাণব্যয়ঃ- ₹২৭ মিলিয়ন (US$৩,৬৪,৫১৩.৫) আয়ঃ- ₹৬৫ মিলিয়ন (US$৮,৭৭,৫৩২.৫) অভিনয়ে হিরণ - সিধু শ্রাবন্তী মালাকার - প্রিয়া সব্যসাচী চক্রবর্তী - অরবিন্দ (সিধুর বাবা) সুশান্ত দত্ত - কনক রাও (প্রিয়ার বাবা) লাবণী সরকার - লক্ষী (সিধুর মা) লকেট চ্যাটার্জী - সিধুর শালি শুভাশিষ মুখোপাধ্যায় - সত্য (চাকর) কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রীতম সাহা - মন্টি (সিধুর ভাগ্নে)



শেয়ার করুন বন্ধুর সাথে