গত ২/৬ /২১ তারিখে সহবাস করার ৭১ ঘন্টার সময় ইমকন ট্যাবলেট খাওয়ানো হয়েছে। তার ২ মিনিট পর মাসিক হয়েছে। ৭ দিনের মত মাসিক ছিল।এই মাসের ৭ তারিখ মাসিকের মেয়াদ থাকলে এখনো পর্যন্ত মাসিক হয়নি। প্রেগন্যান্সির ঝুঁকি আছে কিনা?


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

যেহেতু মিলনের পর যথা সময়ে ওনাকে ইমার্জেন্সি পিল খাওয়াইছেন ও ওনার মিন্স এসেছে সেক্ষেত্রে ওনার প্রেগন্যান্সির সম্ভাবনা নেই বা থাকবে না ।  তবে এ মাসে মিন্সের সময় পিছিয়ে যাওয়ার কারন মুলত ইমার্জেন্সি পিল সেবন করা । আসলে এসব ইমার্জেন্সি পিল সেবনের কারনে মিন্সে অনেক ঝামেলা হয় । কারো মিন্স মিসিং থাকে আবার কারো মিন্স অস্বাভাবিক ভাবে হতে থাকে। কাজেই ওনাকে অপেক্ষা করতে বলুন , পুষ্টিকর খাবার ও শাকশব্জি খেতে বলুন আসা করি কয়েকদিনের মধ্যে মিন্স আসবে। তবে এ নিয়ে ভয়ের কিছু নেই । ওনার মিন্স এসেছে সুতারাং প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবেনা । কেনোনা মিলনের পর মিন্স হলে বা ইমার্জেন্সি পিল সেবনের পর মিন্স আসলে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে না যা  শতভাগ নিশ্চিত থাকুন ওনি প্রেগন্যান্ট নন। আসা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ