নানা জাতি বর্ণ ও সংস্কৃতি মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের আমাজন জঙ্গলে এক বিশেষ মানব সম্প্রদায়ের নাম পিগমি। সভ্য মানুষের দ্বারা বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতা ও কাঠুরিরা গাছ কেটে ফেলার কারণে পিগমি সভ্যতার অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে এখনো কিছু পিগমী জাতি প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে কঙ্গোর গভীর জঙ্গলে বসবাস করে। সভ্য মানবিক সমাজের কাছে পিগমি সম্প্রদায় সাধারণত নিম্নস্তরের মানব বা বন মানুষ হিসাবে পরিচিত। কঙ্গোর জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবথেকে খাটো মানব সম্প্রদায় সম্পর্কে জানব। পিগমি অর্থ কনুই পর্যন্ত। পিগমী শব্দটি এসেছে গ্রিক থেকে।গ্রীকরা ছোট বা খাটো যে কোন কিছু বোঝাতে পিগমি শব্দটি ব্যবহার করতো।এ পিগমী সম্প্রদায় গড়ে সাড়ে চার ফুট উচ্চতার হয়ে থাকে। এ সম্প্রদায়কে সভ্য মানুষ যে পিগমী নামে ডাকে তাহা তাহারা আদৌ যানেনা। পিগমীরা আদৌ এ শব্দটির সাথে পরিচিত নয়। পিগমীরা নিজেদেরকে বা নামে অভিহিত করে থাকে। তাহারা বা অর্থ মানুষেকে বুজায়।


আরও জানতে ক্লিক করুনঃ-

https://gayancosh.blogspot.com/2021/07/blog-post_16.html



শেয়ার করুন বন্ধুর সাথে