শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ব্রিটিশ শাসনকালে সমস্ত প্রকার গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় চিঠিপত্র, নথি, দলিল-দস্তাবেজ যথাযত ভাবে সংরক্ষণ করা হত । প্রথমে এগুলি নকল করে মোটা খাতায় বাঁধিয়ে রাখা হত । পরে সেগুলি ছেপে বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা পুস্তকাকারে রাখা হত । এই কাজটির জন্য যে সরকারি দপ্তর ছিল, তাকে বলা হয় মহাফেজখানা বা লেখ্যাগার । এইসমস্ত নথিপত্র এভাবেই কলকাতা, দিল্লি, বোমই (মুম্বাই), মাদ্রাজ (চেন্নাই) প্রভৃতি বড় শহরে সরকারি দপ্তরে সংরক্ষিত করা হত । ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত । জেলা স্তর ও প্রশাসনের অন্যান্য নিম্নস্তরেও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষিত করে রাখা হত । উল্লেখযোগ্য সরকারি নথিপত্রগুলিকে মোটামুটি চার ভাগে ভাগ করা যেতে পারে, যেমন — (ক) পুলিশ ও গোয়েন্দার গুপ্ত প্রতিবেদন, (খ) সরকারি আধিকারিকদের প্রতিবেদন, (গ) বিভিন্ন সরকারি বিবরণ ও (ঘ) চিঠিপত্র ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ