Jamiar

Call

হ্যা আছে । আপনি প্লে স্টর থেকে no Root Firewall এপ্স টি ইন্সটল করুন এবং এই এপ্স টি ওপেন করার সময় দেখতে পারবেন আপনার ফোনের সকল এপ্স সেখানে শো করবে সেখানে যে এপ্স গুলোতে আপনি কাজ করবেন বা ডাটা অন রাখবেন শুধু সেই এপ্স গুলোতে টিক চিহ্ন দিবেন এবং বাকি সব অপ্রয়োজনীয় এপ্স গুলো তে x চিহ্ন করে রাখবেন তাহলে অপ্রয়োজনীয় এপ্স গুলো আপনার ফোনের অযথা ডাটা নিবে না।

এছাড়াও আপনার ফোনে ডাটা সেটিংস এ গিয়ে ডাটা ব্যাক্রাউন্ট অপশন টি অন থাকলে তা অফ করে রাখুন তাহলে সারাদিন রাত ডাটা অন থাকলেও অযথা ডাটা কাটবে না। 

আপনি এই দুইটার মধ্যে যেকোন একটি সলিউশন কাজে লাগাতে পারেন। আসা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ