<big>পরীক্ষণ এর নাম: কঠিন পদার্থ ন্যাপথলিনের উর্ধ্বপাতন প্রদর্শন'</big>

মূলতত্ত্ব:যে প্রক্রিয়ায় কোনাে কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলাে তরলে পরিণত না হয়ে সরাসরি বস্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে।

  • উপকরণ: একটি বিকার,কিছু কঠিন ন্যাপথালিন ( C10H8), তার জলি, বুনসেন বার্নার ,কিছু বরফ এর টুকরো ।

পরীক্ষণ:

  • একটি বিকারে কিছু পরিমাণ কঠিন ন্যাপথলিন (C10H8 লবণ নিতে হবে । এর খােলা মুখ একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
  • কাচের ঢাকনার উপর কিছু বরফ রাখতে হবে।
  • এরপর ধীরে ধীরে বিকারটিতে তাপ প্রদান করতে হবে।


ফলাফল:কঠিন ন্যাপথলিন(C10H8), গ্যাসীয় ন্যাপথলিন এ পরিণত হচ্ছে। সেটি উপরে উঠে ঢাকনায় গিয়ে শীতল হয়ে কঠিন হিসাবে ঢাকনার নিচে জমা হয়েছে।

সিদ্ধান্ত: ন্যাপথলিন (C10H8) উর্ধ্বপাতন প্রক্রিয়ায় কঠিন থেকে তরলে পরিণত হয়। ন্যাপথলিন একটি উদ্বায়ী পদার্থ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ