শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কবরে ৩টি প্রশ্ন করা হবে।

☞ প্রথম প্রশ্নঃ

مَنْ رَبُّكَ؟

মান রাব্বুকা?

অর্থঃ আপনার প্রভু কে?

যদি সে ব্যক্তি নেককার হয় তবে বলবেঃ

رَبِّى الله

আল্লাহ আমার প্রভু।

আর যদি সে মন্দ লোক হয় তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না।

☞ দ্বিতীয় প্রশ্নঃ

مَنْ دِيْنُكَ؟

মান দ্বীনুকা?

অর্থঃ আপনার দ্বীন বা জীবন ব্যবস্থা কী?

যদি সে ব্যক্তি নেককার হয় তবে বলবেঃ

دِيْنِىَ الْاِسْلَام

ইসলাম‌ আমার জীবন ব্যবস্থা বা দ্বীন।

আর যদি সে মন্দ লোক হয় তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না।

☞ তৃতীয় প্রশ্নঃ

مَنْ هَذَا الرَّجُل؟

মান হাজার রাজুল?

অর্থঃ এই ব্যক্তি কে?

যদি সে ব্যক্তি নেককার হয় তবে বলবেঃ

نَبِيُّنَا مَحَمَّدُ رَّسُوْلُ الله

তিনি আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আর যদি সে মন্দ লোক হয় তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে আমি এ ব্যক্তিকে চিনি না।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ