প্যাকেটজাত দুধ খেয়ে কতটা উপকার পাওয়া যায় এবং কী কী ক্ষতিকর দিক আছে?


কোন কোম্পানির প্যাকেটজাত দুধ সবচেয়ে ভালো এবং নিরাপদ?        


শেয়ার করুন বন্ধুর সাথে

প্যাকেটজাত দুধ মোটেই স্বাস্থ্যকর নয় ।প্যাকেটজাত দুধ এ পাস্তুরাইজেশনের মাধ্যমে ধ্বংস করা হয় হাজারো উপকারি ব্যাকটেরিয়া । দুধে ল্যাকটোব্যাসিলাস, এসিডোফাইলাস ইত্যাদির মত হাজারো উপকারি ব্যাকটেরিয়া থাকে এবং ২৩০ ধরনের ই-কোলি (e.coli) ব্যাকটেরিয়ার মধ্যে মাত্র ২/৩টি ক্ষতিকর আর বাকিগুলো আমাদের অন্ত্রের জন্য অত্যন্ত উপকারি যেগুলো সবই পাস্তুরাইজেশনে নষ্ট হয়। ফলে প্যাকেজের দুধে কোন উপকারী ব্যাকটেরিয়া ই থাকে না। দুধের মধ্যে থাকে হজমে সহায়ক এনজাইম (ফসফেটেজ লাইপেজ এবং ল্যাকটেজ) এগুলোও পাস্তুরাইজেশনে নষ্ট হয়ে যায়।কাঁচা দুধে বিদ্যমান প্রোটিন/এমাইনো এসিড শরীরের কোষ মেরামত ও বিপাকের মাধ্যমে শক্তি উৎপাদন করে ।কিন্তু দুধ প্যাকেটজাতকরণ এ এই গুন টাও নষ্ট হয়ে যায়।

তাহলে বুঝতেই পারছেন যে প্যাকেটজাত দুধ খেলে কোন উপকারে নেই। এমনকি ক্ষতিকর দিক ও আছে । অনেক সময় অনেক কোম্পানি দুধের গুণাগুণ বেশি বুঝানোর জন্য সিসা ও অন্যান্য ক্ষতিকারক পদার্থ মাত্রাতিরিক্ত দিয়ে দেন । যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর । এজন্য আমার মতে দেশি গরুর বিশুদ্ধ কাছে দুধ খাওয়া সবচেয়ে উত্তম ।




ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ