Share with your friends
Call

প্রথমে আপনার ফোনের Setting এ যান। তারপর একটু নিচে গিয়ে Add Account এ যান

তারপর Google এ যান

এবার Create New Account


তারপর আপনার First Name, Last name দিয়ে Next এ ক্লিক করুন।

তারপর আপনার জন্মদিন এবং Gender দিয়ে আবার Next এ ক্লিক করুন।

এবার আপনার জিমেইল এড্রেস (username) দিয়ে আবার Next এ ক্লিক করুন।

তারপর নিচের মতো নাম্বারের বক্স আসলে আপনি Skip এ ক্লিক করুন। তাহলে আর নাম্বার দিতে হবেনা। এমনিই একাউন্ট খুলে যাবে।

ব্যস কাজ শেষ। এখন আপনি যেকোনো ব্রাউজারে gmail লগিন করতে পারবেন। এভাবে যত খুশি জিমেইল খুলতে পারবেন।

এটা ১০০% কার্যকরী। পোষ্ট করার আগেও আমি খুলেছি। আপনার ফোনে না হলে অন্য ফোনে ট্রাই করুন হবে।

কারো বুঝতে অসুবিধা হলে মন্তব্য করুন ; সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

এইভাবে বেশি খুললে গুগল আপনার আইপি ব্লক করে দিবে । 

Talk Doctor Online in Bissoy App