Call

উঃ (i) এই ক্ষিটি অন্তুহীন,

  (ii) সকল কর্মরত জীব এই বৃক্ষে অবস্থান করে,  
 (iii) এই বৃক্ষে জীব এক ডাল থেকে আরেক ডালে, সেখান থেকে অন্য  
একডালে, এইভাবে সংসারচক্রে ঘুরে বেড়ায়। 

 (iv) যে এই বৃক্ষের প্রতি আসক্ত তার কোনদিন মুক্তিলাভ হয় না।

  (v) মানুষকে উর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ সেগুলিকে এই বৃক্ষের পাতার সাঙ্গে তুলনা করা হয়েছে।

  (vi) এই বৃক্ষের মূল উধ্বমুখী কারণ তা শুরু হয়েছে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লােক অর্থাৎ ব্রহ্মার অবস্থান ব্ৰহ্মলােক থেকে।

  (vii) মােহমুক্ত হয়ে বৃক্ষটি সম্বন্ধে অবগত হলে বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়।

 (viii) জলাশয়ের ধারে এইরূপ বৃক্ষের প্রতিবিম্ব দেখা যায় যার শাখাপ্রশাখা নিম্নমুখী ও মূল উধ্বমুখী। এই হচ্ছে আসল বৃক্ষের ছায়া। ঠিক সেইরূপে এই জড় জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। 

 [ix) জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে, চিন্ময় জগতের ছায়া সেইরূপ জীবের  
কামনা-বাসনার উপর পড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ