Call

সংখ্যা রেখার সাহায্যে -১৫ ও ৬ যোগফল এবং ১১ ও ৬ যোগফল এবং ১১ ও ৬ এর বিয়োগফল নির্ণয় - 


যোগফল নির্নয়ের জন্য সংখ্যা রেখা আঁকি - 


সংখ্যারেখাতে 0 বিন্দু থেকে বামদিকে প্রথম 15 ধাপ পর্যন্ত অতিক্রম করি।  -15 বিন্দুতে পৌঁছালে -15 বিন্দুর ডানদিকে ৬ ধাপ অতিক্রম করি এবং -9 বিন্দুতে পৌঁছাই। তাহলে যোগফল হবে : (-15+6)= -9 । 


বিয়োগফল নির্নয়ের জন্য সংখ্যা রেখা আঁকি -


সংখ্যারেখার উপর 0 বিন্দু থেকে ডানদিকে প্রথমে ১১ ধাপ অতিক্রম করি এবং 11 বিন্দুতে পৌঁছাই। তারপর 11 বিন্দুর বামদিকে ৬ ধাপ অতিক্রম করি এবং 5 বিন্দুতে পৌঁছাই। তাহলে বিয়োগফল হচ্ছে : (11-6)= 5 ।


(চিত্র - বাংলানোটিশ হতে শুধুমাত্র চিত্র নেওয়া হয়েছে )

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ