Call

আমি আপনার পিকচার ফেসবুক পেজ,,,ইনস্ট্রাগ্রাম,টুইটার,,গুগুল প্লাজ,, তাছাড়া নিজের ওয়েবসাইটে রাখতে পারেন।আপনি আপনার পিকচার যেখানেই রাখেন না কেন গুগুলের ফাস্ট পেজে যদি আপনারা পিকচার দেখতে চান তাহলে আপনাকে এসইও করতে হবে।এসইও ছাড়া গুগুলের ফাস্ট পেজে আসা অসম্ভব। 


আশা করি বুজতে পেরেছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

seo ছাড়া এটা নাও হতে পারে। 

তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে টুইটারের ছবি গুলো গুগলে র‍্যাংক সহজে। 

টুইটার এ ছবি উপলোড দিয়ে ১ মাস পর গুগলে সার্চ করে দেখতে পারেন। twitter আইডির নাম আর ছবির নাম একই দিতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ