শেয়ার করুন বন্ধুর সাথে
Call


২। কৃত্রিম তন্তু (Man made fiber)-

যেসব তন্তু প্রাকৃতিকভাবে জন্মায়নি, মানুষ বিভিন্ন পদার্থ বা রাসায়নিক প্রক্রিয়ায় ধাপে ধাপে কারখানায় তৈরি করা হয়।   এর কাঁচামাল প্রাকৃতিক বা রসায়নিক হতে পারে। এরুপ তন্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ন্ত্রণ করা যায়, তাই এদের খাটো বা লম্বা হিসেবে উপস্থাপন করা যায়। উৎস ও রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে কৃত্রিম তন্তুগুলোকে ছয়ভাগের ভাগ করা যায়।




ক) সেলুলোজিক তন্তু 
খ) পরিবর্তিত সেলুলোজিক তন্তু 

গ) সাংশ্লেষিক তন্তু 
ঘ) প্রোটিন তন্তু 
ঙ) খনিজ তন্ত
চ) ধাতব তন্তু 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ