যুগের সাথে তাল মিলিয়ে মানুষ হয়ে পরছে প্রযুক্তি নির্ভর এবং নিজের জীবন কে করে তুলছে সহজ থেকে সহজতর সেই ধারা বাহিকতায় মানুষের জীবনে টিভি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের একটি অংশ, এই টিভির প্রচোলন শূরু হয় CRT টিভি বা বক্স টিভি দিয়ে এবং তার ধারা বাহিকতায় আসে LCD TV,LED TV, SMART TV এবং 4K smart TV কিন্তু এই সকল উন্নত মানের টিভি বিদেশ থেকে আমদানি করার কারনে তা সকল ধরনের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে ছিল এর মধ্যে বাংলাদেশে ও প্রযুক্তির ছোয়া লাগতে শুরু করলে এবং বাংলাদেশে শূরু হল Walton TV এর যাত্রা এবং ওয়াল্টন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে শূরু করলো এই সকল উন্নত মানের টিভি তো এখন অনেক মানুষ না জেনে না বুঝে ভিবিন্ন ধরনে SMART TV নামে খারাপ মানের টিভি ক্রয় করে প্রতারিত হয় তাই আমরা আজ জানবো ৫ টি তথ্য যা আপনার Smart Tv কেনার আগে জানা প্রয়োজন

  1. Smart TV এর এন্ডয়েড বার্সন
  2. টিভির ধারন ক্ষমতা বা Rom/Storage কত
  3. নিশ্চিত হতে হবে 0rginal Brnad কিনা
  4. Wifi supported এবং ভাল মানের wifi configuraton  কি না (যদি ও বেশির ভাগ টিভি তে থাকা সত্যেও অনেক সময় connection ছেরে দেয় )
  5. টিভি ভেতরের sound Quality এবং ভাল মানের sound configuraton কিনা তা নিশ্চিত হতে হবে

এই ৫ টা তথ্য টিভি কেনার আগে একটূ রিসার্চ করে কিনলে একটী ভাল মানের SMART tv কেনা সম্ভপ


Share with your friends