একজন মানুষ যখন পুকুরে নামতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়,তখন তিন ধরনের দৃষ্টিভঙ্গী পরিলক্ষিত হয়।একদল লোকটির পড়ে যাওয়া দেখে হাসে, আরেক দল দুঃখ প্রকাশ করে চলে যায়, এবং আরেক দল লোকটিকে টেনে তুলে।ঘটনা একটাই,দৃষ্টিভঙ্গী তিনরকম।
জীবনটাও এরকম,আপনি যেই দৃষ্টিকোণ থেকে এটিকে দেখবেন, জীবনও একই দৃষ্টিভঙ্গীতে আপনার কাছে প্রকাশিত হবে...



শেয়ার করুন বন্ধুর সাথে