বিষাদ লগ্নতার পরশ ছুঁতে,
সিক্ততার সন্ধানে অন্ধকার পথান্তর,
মগ্নতায় উৎক্ষেপিত বেকুল হৃদয়,
অতঃপর পেয়েছে সীমান্তের এক অনন্ত প্রহর।

সন্ধ্যাস্ত এক জোড়া উন্মুক্ত ডানা,
নিমগ্ন তোমার আকাশ ছুঁতেই,
নিমজ্জ তোমাতে উদ্বিগ্ন হৃদয়ের কর্ণপাত,
বিষাদের তিক্ততায় নিশ্চল দেহের নিকটে,
সে এক বিষাক্ত পরশতায় ঘেরা,
পরম যত্নে জরিয়ে ধরছে,
আগলে রেখেছ পরম আদরে ,
অন্ধকারাচ্ছন্ন এক অদ্ভুত মায়ায়।

তখনি হৃদয়ে কন্ঠিত হলো ভিন্নরূপ,
বিষাদের মোহিত তখন এ দেহ,
তখন হিংস্রতা সর্পিত হলো আমাতে,
যথাপি সেই বিষাক্ত-তিক্ত রাত্রি,
উন্মাদ হৃদয়ে সঞ্চার হলো নেশা,
নিস্তর দেহ মাটিতে পড়ে ছিল,
উড়ন্ত কাক- শকুন দেখেছিল জীবন্ত লাশ,
আমি সেই বিষাদের স্বাদ ও গ্ৰহন করেছিলাম।

মধ্যরাতে  যন্ত্রনায় তখন চোখের কোণে জল,
তখন ও চারিদিকে অন্ধকারে হাহাকার করছিল,
নিস্তব্দ তেপান্তরে একা পড়ে  আছি আমি,
তথাপি একাই উঠে দাঁড়িয়ে ছিলাম যাত্রার উদ্দেশ্যে,

রাত্রিও তখন প্রায় শেষ,
নদীর ওপারে একটা আলো জ্বলে উঠেছে,
চলন্ত যাত্রার বহু পথ আজও অপূর্ণ,
বিষাদ লগ্নতা কাটিয়ে আজও আমি শূণ্য।


শেয়ার করুন বন্ধুর সাথে