আমার বড় ভাই ভাবির সাথে রাগারাগি করে তালাক দেয়।তবে ভাবি এক মাসের অন্তসত্তা।৪বছরের বয়সের  একজন ছেলে মানে আমার ভাইয়ের ছেলেও আছে।এখন কি কি সমাধান কিভাবে কি করা যায়?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আসলে রাগ,ক্রোধ,অভিমান ও আবেগের বশে সিন্ধান্ত কোনো সমস্যার সঠিক সমাধান কখনোই দিতে পারে না।যেহেতু আপনার বড় ভাইয়ের সন্তান আছে এবং আপনার ভাবি অন্তসত্তা।তাই তাদের সন্তানের ইতিবাচক ভবিষ্যতের জন্য আপনার বউ ভাই ও ভাবির উচিত রাগ,অভিমান ভুলে তাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে সংসার জীবন ভালোবেসে অতিবাহিত করা।কারন বর্তমানে থাকা ছোট ছেলেটির মনে এ বিচ্ছিন্নতা নেতিবাচকভাবে গড়ে তুলবে।যা পরবর্তীতে ভয়াবহ অবস্থা ধারণ করবে।আর বর্তমানে আপনার ভাবির মাঝে দুশ্চিন্তা কাজ করবে এটা স্বাভাবিক এবং এ সময় পরিপূর্ণ বিশ্রাম ও সেবার প্রয়োজন আগত সন্তানকে সুস্থ রাখার জন্য।কারণ এসব কারন থেকেই আগত সন্তান প্রতিবন্ধীর শিকার হয়।আর বিবাহ একটি পবিত্র বন্ধন যেখানে দম্পতিরা একসাথে ও ভালোবেসে সারাজীবন অতিবাহিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়,ছেড়ে দেয়ার জন্য নয়।তাই আপনার ভাবি ও ভাইয়াকে ঠান্ডা মাথায় ভালোভাবে বিষয়গুলো বোঝান।