মোবাইলে যেমন এমবি লাগে। তেমনি ওয়াইফাই নেট স্পিড এর উৎস কি?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call
এর জন্য এমবি লাগে না। একটু বিষয়টি বোঝার জন্য wifi কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। ওয়াইফাই তথ্য আদান প্রদান করতে ইলেক্ট্রোনম্যাগনেটিক রেডিও ওয়েব ব্যবহার করে। এই বিষয়ে বললে বলে রাখা ভাল কোন প্রতিষ্ঠান বা কোন রাউটার থেকেই আপনি এই ইলেক্ট্রোনম্যাগনেটিক সুবিধা পেতে পারেন। যদি বিভিন্ন মোবাইল অপারেটর সার্ভিস (গ্রামীণফোন, বাংলালিংক, রবি) দিয়ে থাকে। তারা এই সার্ভিস দিতে পারে কারণ তাদের ইন্টারনেট সংযোগ নিতে হয় অপ্টিক্যাল ফাইবার থেকে। বলা যায় অপ্টিক্যাল ফাইবার চালাতে কোন টাকা লাগে না। এই অপ্টিক্যাল ফাইবার মেরামত করতেই টাকা লাগে। যা এই মোবাইল অপারেটর সার্ভিস থেকে তারা নিয়ে থাকে। বাকি যে টাকা বাঁচে তাই মোবাইল অপারেটর সার্ভিসের লাভ। ঠিক সেরকমই ইলেক্ট্রোনম্যাগনেটিক রেডিও ওয়েব ব্যবহার করে ওয়াইফাই দিয়ে কোন রাউটার বা ব্যান্ডউইথ কোম্পানি কাজ করে। এর নেট স্প্রিড উৎস ইলেক্ট্রোনম্যাগনেটিক রেডিও ওয়েব।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ