শেয়ার করুন বন্ধুর সাথে
Call

 

ফাঈ বলা হয় প্রত্যেক ঐ সম্পদকে যা বিনা যুদ্ধে কাফিরদের থেকে পাওয়া যায়।

ফাঈ এর মাল পাঁচ ভাগে ভাগ করা হতঃ

(১) এক ভাগ আল্লাহ তাআলা ও তার রাসূলের জন্য। এ সম্পদ মুসলিমদের সার্বিক কল্যাণে ব্যয় করা হবে।

(২) দ্বিতীয় ভাগ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকটাত্মীয়দের জন্য, যেমন বনু হাশেম, বনু মুত্তালিব। এতে নারী-পুরুষ সবাই সমান।

(৩) তৃতীয় ভাগ ইয়াতিমদের জন্য।

(৪) চতুর্থ ভাগ মিসকিনদের জন্য।

(৫) পঞ্চম ভাগ মুসাফিরদের জন্য। (তাফসীর সা‘দী)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ