Share with your friends
Unknown

Call

যখন আপনি অ্যান্ড্রয়েড ফোন চার্জে লাগিয়ে দিয়ে ব্যবহার করেন,

তখন ফোনের প্রসেসর এর উপর প্রচুর চাপ পড়ে। যার ফলে ফোন গরম হয়ে যায়। প্রসেসরের ওপর চাপ পড়ার কারণে ব্যাটারীর উপর চাপ পড়ে, যার ফলে আপনি কাঙ্ক্ষিত ব্যাটারি ব্যাকআপ থেকে বঞ্চিত হবেন।

বেশি দিন এভাবে ব্যবহার করতে থাকলে ফোনের চার্জিং আইসির সমস্যা হয়, যার ফলে আপনার ফোন থেকে প্রচুর চার্জ উধাও হতে থাকবে অটোমেটিক্যালি।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

ফোন চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহারে ফোন গরম হবে।তবে কি ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে গরম হওয়ার তাপমাত্রা। অর্থাৎ যদি আপনি ফোন চার্জে দেওয়া কালিন ফোন অনলাইন ডাটা রেখে অনলাইনে কাজ করেন বা ভিডিও দেখেন তাহলে ফোন বেশিই গরম হবে।এছাড়াও ব্যাটারির ব্যাকাপ পাওয়ার কমে যাবে।এবং চার্জার এর ব্যাকাপ কমে যাবে।

আমি চার্জে ফোন লাগিয়ে ফোন ব্যবহার করতাম, অনলাইনে কাজ করার পাশাপাশি মভিও দেখতেম এতে আমার ফোনের ব্যটারির ব্যাকাপের কোন সমস্যা হয় নি কিন্তু আমার ২ টা চার্জারের ও পাওয়ার ব্যাংক এর সার্কিট এর ব্যাকাপ পাওয়ার কমে গেছিলো ফলে ঐ চার্জার দিয়ে ফোন চার্জ হতে অনেক সময় লাগতো যা ২ % চার্জ উঠতে ১০-১৫ মিনিট সময় লাগতো।

কাজেই কোন ফোনের ব্যাটারির ব্যাকাপ পাওয়ার এর পাশাপাশি চার্জারের একই সমস্যা হতে পারে যা আমার হইছিলো।তবে শুধু এসবি না এছাড়াও ফোনের নানান সমস্যাও হতে পারে এমনো ফোন আছে যেগুলোর ব্যাটারি ফোনেই ব্লাস্ট হয়েছে/হতে পারে। বা পাওয়ার সার্কিট এর সমস্যা হতে পারে ফলে ফোন অন হবে না।এরকম সমস্যা হতে পারে।

Talk Doctor Online in Bissoy App