Mahadi

Call

( x^2 - 8x)*( x^2 - 8x + 12) এর সর্বনিম্ন মান পাওয়া যাবে, এদের একটি ঋণাত্মক হলে।

এখানে, ( x^2 - 8x) ঋণাত্মক হবে।

( x^2 - 8x)*( x^2 - 8x + 12) < 0 হলে,

( x^2 - 8x) এর মান হতে হবে: -11 হতে -1 এর মধ্যে

( x^2 - 8x)=-6, হলে সর্বনিম্ন মান পাওয়া যাবে।

সর্বনিম্ন মান = (-৬)(-৬+১২)

                   =(-৬)(৬)=-৩৬

সর্বনিম্ন মান হবে -৩৬

ব্যাখা: এখানে মূলত অন্তরীকরনের "ফাংশনের লঘু মান ও গুরু মান" নির্ণয় পদ্ধতি দ্বারা বের করা হয়েছে। ফাংশনটা বড়, আর এখানে d/dx কে ভগ্নাংশ আকারে লেখা যায় না, তাই অন্তরীকরণ করলে অনেক বড় লাইন হয়ে যায়। যা বুঝতে কষ্টসাধ্য। তাই এভাবে দিলাম।

Talk Doctor Online in Bissoy App