Share with your friends
Mahadi

Call

কোন যৌগ বা মৌলের জারন মান শূণ্য হয়। 

যোজনী বা যোজ্যতা বলতে, রসায়ন শাস্ত্রে, কোনো মৌলিক পদার্থের আরেকটি মৌলিক পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংযুক্ত হওয়ার ক্ষমতা বোঝায়।

আবার, যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্বক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে। নিরপেক্ষ বা মুক্ত বা পরমাণু অবস্থায় মৌলের জারণ সংখ্যা শূন্য(০) ধরা হয়।

অর্থাৎ, জারণ সংখ্যা দ্বারা মৌল বা যৌগের অন্য মৌল বা যৌগের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বুঝায়। কোন যৌগের জারণ মান যেহেতু ০ (শূণ্য), যোজনীও শূণ্য। NH3 বা অ্যামোনিয়া একটি যৌগ, তাই এর জারণ মান শূণ্য অর্থাৎ যোজনী শূণ্য। 

কিন্তু যৌগমূলকের ক্ষেত্রে, তার চার্জই যোজনী নির্দেশ করে। তাই, অ্যামোনিয়ামের বা NH4+ এর যোজনী +1

সুতরাং, NH3 এর যোজনী ০ (শূণ)।  

Talk Doctor Online in Bissoy App
Rimious

Call

NH3 এর যোজনী ০।

Talk Doctor Online in Bissoy App