Jamiar

Call

আসলে ইউটিউবের ভিডিও গুলো আপলোড করানো হয় আর যারা ১০৮০p সাইজের ভিডিও আপলোড করনে সেই ভিডিও গুলো সর্বোনিম্ন ১৪৪p থেকে ১০৮০p সাইজের পর্যন্ত দেখা যাবে। 

যদি কেউ সে নিজের চ্যালেন এ ৪৮০p বা ৩৬০ p এর সাইজের ভিডিও আপলোড দেয় তাহলে এই ভিডিও গুলো শুধু ঐ সাইজের মধ্যেই দেখতে পারবেন এগুলো ১০৮০p সাইজ করে দেখা যাবে না।আর যদি কেউ ১০৮০p সাইজের ভিডিও আপলোড করে সেক্ষেত্রেও আপনি সাইজ কম করে নিয়ে দেখতে পারবেন।

সিস্টেম টি হলো, আপনি ইউটিউবের  যে ভিডিও টি প্লে করবে বা দেখবেন সেটি প্লে করার পর ভিডিওর ডান পাশে উপরে x চিহ্নের আগে ৩ ডট অপশন পাবেন সেখানে ক্লিক করলেই নিচে একটি ইন্টারফেস আসবে সেখানে ইকুয়ালিটি নামের একটা অপশন পাবেন সেখানে ক্লিক করেই ভিডিওর সাইজ বেচে নিন। 

তাছাড়া আপনি সেই ইকুয়ালিটি অপশনে অটো সাইজ করে দিয়ে পারেন যা আপনারর নেট কানেকশন এর উপর নির্ভর করেই অটোমেটিক ভাবেই সাইজ নির্বাচন হবে এবং প্লে হবে।

আশা করি বুঝতে পারছেন।

Talk Doctor Online in Bissoy App