Share with your friends
F.Rahman

Call

অরবিটাল হচ্ছে ইলেকট্রন মেঘ যেখানে ৯০-৯৫% ইলেক্ট্রন থাকে। 

ডি অরবিটাল এর মোট পাঁচটি ত্রিমাত্রিক বিন্যাস রয়েছে এবং প্রতিটি কক্ষপথে দুটি ইলেক্ট্রন ধরে রাখতে পারে। ট্রানজিশন মেটাল সিরিজটি 3 ডি অরবিটালগুলির প্রগতিশীল ভর্তি দ্বারা সংজ্ঞায়িত করা হয় । এই পাঁচটি অরবিটালে নিম্নলিখিত m টি মান রয়েছে:
M = 0, ± 1, ± 2,

d উপকক্ষের ক্ষেত্রে l=2 এবং m=−2,−1,0,+1,+2হ্ওয়ার ফলে এদের পাঁচটি কক্ষক থাকে। এই কক্ষকগুলিকে dxy, dyz, dzx, dx2−y2এবং dz2 দ্বারা চিন্হিত করা হয়।
এখানে,  n হল প্রধান কোয়ান্টাম 
              l  হল সহকারী কোয়ান্টাম
             m হল চম্বুকীয় কোয়ান্টাম 
 

Talk Doctor Online in Bissoy App