F.Rahman

Call

আগে বুঝতে হবে, আমরা কখন কোনো কিছু দেখতে পারি। যখন আলো কোনো বস্তুর উপর পড়ে, যদি বস্তুটি আলো প্রতিফলিত করে দেয়, তবেই আমরা সেই বস্তুটি দেখতে পাব।

আমরা জানি, মহাকাশ এক বিরাট ক্ষেত্র। এর সীমানা সম্পর্কে এখন আমরা জানি না। সূর্যের যত আলোই থাকুক, সেই আলো মহাবিশ্বের সকল স্থানে পৌছাতে পেরেছে? নিশ্চয়ই না। আবার এ মহাবিশ্বের এক বিরাট অংশ জুড়ে রয়েছে ডার্ক ম্যাটার। যা আলো প্রতিফলন করে না।

মূলত এ দুটি কারণেই সূর্যের এত আলো থাকা সত্ত্বেও মহাবিশ্বের সকল স্থান দেখা যায় না, বা কালো নিরূপিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ