হ্যা পাওয়া যাবে...!
এক্ষেত্রে যদি আপনার ফোনে জিমেইল এড করা থাকে বা, ফোন রিসেট দেবার আগে জিমেইল লগ ইন করা ছিল। 
সেক্ষেত্রে জিমেইল আমাদের ফোনের অ্যাক্সেস নিয়ে নিয়ে থাকে,এবং কিছু গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করে রাখে।
কিছু সময় আবার ফাইল গুলো গুগল ড্রাইভ সংরক্ষণ করে থাকে, যদি আমরা সেটা অনুমতি দিয়ে থাকি।
গুগল সেটিংসে গিয়ে ফোন ব্যাকআপের মাধ্যমে ফাইল গুলো ফরিয়ে আনা যাায়।তা  খুব কষ্ট সাধ্য।

Talk Doctor Online in Bissoy App

যদি ইমেইল দিয়ে ব্যাক আপ না করা থাকে তাহলে dics digger নামক এপস এর মাধ্যমে কিছু ছবি ও ভিডিও ফেরত আনা যায়।

এপস টি গুগল প্লেতে পাওয়া যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

জি মেইলে ব্যাক আপ করা থাকলে কিছু ডকুমেন্ট ফিরিয়ে আনা যায়।

Talk Doctor Online in Bissoy App