Share with your friends

কোনরুপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পরপর shutdown হলে করণীয়ঃ


সতর্কতার সাথে মাদারবোর্ডটি ভালো করে দেখে নাও। লীগ যুক্ত বা ত্রুটিপূর্ণ ক্যাপাসিটির উপর থেকে খুলে আসছে এরূপ চোখে পড়ে কিনা খেয়াল করো। এক্ষেত্রে ক্যাপাসিটর কে ভালো করে লাগিয়ে নিলেই সমস্যার সমাধান পাওয়া যাবে।
খুব সতর্কতার সাথে চালু অবস্থায় কম্পিউটারটি খেয়াল করো কোন IC বা কম্পনেন্ট অতিরিক্ত তাপ উৎপাদন করছে কিনা। তবে সাবধান বোর্ডটা যেন shorted না হয়ে যায়। যদি কেমন হয় তবে মেরামতের জন্য তোমার নিকটস্থ সার্ভিস সেন্টারে যাওয়া ছাড়া উপায় নেই।

Talk Doctor Online in Bissoy App