শেয়ার করুন বন্ধুর সাথে

কম্পিউটার ঘন ঘন হ্যাং বা রিবুট রিস্টার্ট হলে করণীয়।

কম্পিউটারের সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কিংবা পর্যাপ্ত ঠান্ডা করতে না পারলে এধরনের সমস্যা হতে পারে।
সে ক্ষেত্রে কম্পিউটারের পাওয়ার অফ করে কেসিং খুলে কুলিং ফ্যানটিকে ভালো ভাবে চেক করে প্রয়োজনে নতুন কুলিং ফ্যান স্থাপন করে নাও। এছাড়াও কম্পিউটার চলাকালীন তোমার সিপিইউর পিছনে কেসিং এর ফ্যানটি ঘুরে কিনা তাও চেক করতে হবে।

কম্পিউটারে ভাইরাস থাকলেও এধরনের সমস্যা হতে পারে। তাই আপগ্রেড এন্টিভাইরাস দ্বারা কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের প্রতিটি ড্রাইভ ক্লিন করে নিতে হবে। এছাড়া অনেক সময় নতুন সফটওয়্যার বা প্রোগ্রাম লোড করার কারণেও এটি হতে পারে। সেক্ষেত্রে প্রোগ্রামটি আনইন্সটল করে দেখা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

উপরের বর্ণিত কাজগুলো করার পরও যদি সমস্যা রেয় যায় তাহলে আপনার কম্পিউটারের Motherboard ভালো করে চেক করুন। Motherboard এর কোন Component তাপের কারণে loss হয়ে গেলেও এই সমস্যা হয়। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ