Mm kit use in 15 December 2019 for abortion.Now again accidentally pregnant.can again use m m kit (April 2020)? Age 35+,3baby all ceaserian operation.


Share with your friends
Ovictg99

Call

এমএম কিট গাইনী ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করান। কারণ এই ঔষধ ব্যবহারে শারিরীক সক্ষমতা প্রয়োজন। আর অতিরিক্ত রক্তপাত হয়ে ক্ষতির সম্ভাবনা থাকে বিধায় ঝুঁকি এড়াতে একজন গাইনী ডাক্তার এর পরামর্শ অনুযায়ী সেবন করা উচিৎ।

ধন্যবাদ 

Talk Doctor Online in Bissoy App

যদি আগের সন্তান সিজার হয় তা হলে  সমস্যা দেখা দিবে আপনি মেরি সোরে যোগাযোগ করতে পারেন

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

যেহেতু আগে এক বার mmkit খাওয়াইছেন  সেক্ষেত্রে আবার উক্ত পিল খাওয়া উচিৎ হবে না।এতে পরবর্তীতে বাচ্চা নিতে ঝামেলার সম্মুখীন হবেন এছাড়াও উক্ত পিলে সাইট ইফেক্ট এর কারনে আপনার শরীরের নানান সমস্যার সম্মুখীন হবেন,অতিরিক্ত রক্তস্রাব, ক্লান্তি লাগা,অস্বাভাবিক পেটে যন্ত্রণা, মাসিক অনিয়মিতভাবে হওয়া। এছাড়াও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে।

সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একজন গাইনি চিকিৎসা নিন এবং পিল খেয়ে গর্ভসঞ্চার না করে অন্য পদ্ধতি নিন।

ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App