আমি বলতে চাই যে সকল মুভি গুলো ইউটিউব এ দেয়া নেই আমি যদি সেই মুভি গুলো Ftp সার্ভার থেকে কালেক্ট করে আমার চ্যানেলে আপলোড দেই তাহলে কী কোন সমস্যা হতে পারে


Share with your friends
Waruf

Call

হবেনা বা হবে এ কথা জোর দিয়া বলা যাবেনা। হতে পারে বলা যায়। আপনার জেনে রাখা উচিত যে, যে কন্টেন্ট গুলো অন্যের ব্যবহারের অনুমতি আছে সেগুলোই কেবল ব্যবহার করা যায়। যেগুলোতে অনুমতি নাই তা ব্যবহার করা যায়না। এখন আপনার কথা হচ্ছে যেগুলো ইউটিউবে নাই।। আপনি কি করে বুঝবেন যে ইউটিইবে নাই? সার্চ করে না পাইলেই বলা যাবেনা যে ইউটিউবে নাই। আপনি জানেনকি সার্চ লক বা হাইড(হিডেন) করে রাখা যায়। যা ইউজার কখনোই পাবেনা। এছাড়াও কোন ভিডিও কন্টেন্ট ইউটিউবে কপিরাইট করে নন রিলিজ বা হিডেন করে রাখা যায়। এসব প্রকাশ না পেলেও অন্য কেউ তা আপলোড দিলে ধরে ফেলে। কাজেই আপনার কপিরাইট অধিকার বা ফ্রি লাইসেন্স অধিকার না থাকলে তা ধরবেই। কিছু ক্ষেত্রে দেখা যায় কতৃপক্ষ বুঝতে না পারা বা রোবট ধরতে না পারলে বেশ কিছুদিন টিকে যায়। তার মানে এই নয় যে ধরেনা। যখন ডিটেক্ট হবে, সাথে সাথে ধরবে। তবে কন্টেন্ট ব্যবহারের অনুমতি থাকলে যত চ্যানেলেই থাকুক না কেন আপনাকেও ধরবেনা। 

Talk Doctor Online in Bissoy App