শেয়ার করুন বন্ধুর সাথে

ডাচ বাংলা ক্রেডিট কার্ড পাওয়ার জন্য যেসব কাগজপত্র লাগবে:

চাকুরীজীবীদের জন্য:

(১) ই-টিআইএন সার্টিফিকেট

(২) নিজের এবং নমিনীর ২ কপি করে রঙিন ছবি

(৩) বেতনের সনদপত্র/পে-স্লিপ/সর্বশেষ বৃদ্ধি/

ডিবিবিএল অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য

সর্বশেষ তিন মাসের ব্যাংক হিসাব (যেকোন

একটি)

(৪) অফিস আইডি কার্ডের ফটোকপি

(৫) জাতীয় আইডি কার্ডের ফটোকপি/পাসপোর্ট/

ড্রাইভিং লাইসেন্স (যেকোন একটি)

(৬) যেকোন বিলের ফটোকপি (ওয়াসা/বিদ্যুৎ/গ্যাস

ইত্যাদি)।

ব্যবসায়ীদের জন্য:

(১) ই-টিআইএন সার্টিফিকেট

(২) নিজের এবং নমিনীর ২ কপি করে রঙিন ছবি

(৩) বৈধ ট্রেড লাইসেন্সের ফটোকপি

(৪) স্মারকলিপির ফটোকপি

(৫) সর্বশেষ ৬ মাসের ব্যাংক বিবরণী

(৬) বিজনেস কার্ড।

বিশেষ দ্রষ্টব্য: উপরোক্ত কাগজপত্র জমা দিলেই ক্রেডিট কার্ড পেয়ে যাবেন তা কিন্তু নয়। কাগজপত্র জমা দেওয়ার পর ব্যাংক আপনার কাগজপত্র ভেরিফাই করবে। ভেরিফাই করার পর সিদ্ধান্ত নিবে আপনাকে ক্রেডিট কার্ড দেওয়া যায় কিনা।

তথ্যসূত্র ও ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন: https://www.bankingnewsbd.com/dutch-bangla-banks-credit-cards/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ