Jamiar

Call

ফেসবুক প্রোফাইল  লক করলে Who can follow me "Public" দেওয়া যায় না কারন 

আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন তখন আপনার প্রোফাইলে আপনার ফেসবুক ফ্রেন্ড ব্যতীত পাবলিক দেখতে পারবে না। আর আপনি নিজেই যেগুলো পোস্ট করবেন আপনার টাইমলাইন এ সেগুলো আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড রাই দেখতে পারবে অন্যথায় পাবলিক দেখতে পারবে না। 

মোট কথায় হলো নিজেস্ব ফেসবুক ফ্রেন্ড ব্যতীত সেখানে (আপনার প্রোফাইলে)  প্রবেশ  করলেও আপনার টাইমলাইন আপনার নিজেস্ব তথ্যগুলো জানতে পারবে না।

যার কারনে ফেসবুক প্রোফাইল লক করলে   Who can follow me "Public" দিতে পারবেন না।তবে লক খুলে দিলে করতে পারবেন।

আর প্রোফাইল লক করার সময় আপনাকে জানিয়ে দেওয়া হয় যে আপনার ফ্রেন্ডস ব্যতীত অন্যকেও আপনার প্রোফাইল এর তথ্য জানতে ও দেখতে পারবে না।

আশা করি বুঝতে পারছেন।

Talk Doctor Online in Bissoy App
kumarh

Call

যদি তাই হয় তাহলে এই প্রফাইলটি দেখুন লক করা৷ তবুও রিকুয়েস্ট দিলে ফলোয়ার বাড়ে তাহলে এটায় কেন হয়? 1ম ছবিতে দেখুন 5346 ফলোয়ার 2য় ছবিতে দেখুন আমি রিকুয়েস্ট দেওয়ার পর 1জন + হয়ে 5347 জন হয়েছে৷

Talk Doctor Online in Bissoy App