একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা।কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে বইটির মূল্যের দ্বিগুণ হতো।বইটির মূল্য কত?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ধরি, কলমের মূল্য ক টাকা। সুতরাং বইয়ের মূল্য (৯৫-ক) টাকা। 

শর্তমতে, ক + ১৫ + (৯৫-ক) - ১৪ = ২ (৯৫-ক)

বা, ক + ১৫ + ৯৫ - ক - ১৪ = ১৯০ - ২ক 

বা, ৯৬ - ১৯০ + ২ক = ০

বা, ৯৪ - ২ক = ০

বা, ২ক = ৯৪

বা, ক = ৯৪/২

সুতরাং ক = ৪৭

অর্থাৎ কলমের মূল্য ৪৭ টাকা। 

অতএব বইয়ের মূল্য = ৯৫ - ক = ৯৫ - ৪৭ [ক এর মান বসিয়ে] = ৪৮ টাকা।

উত্তরঃ ৪৮ টাকা।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ