আসলে আমি আমার কোচিং সেন্টারের পাশাপাশি একটা লাইব্রেরি করতে চাই। তাই এমন কিছু বইয়ের সংগ্রহ করতে চাই যা ছাত্রছাত্রীরা পড়ে খুব মজা পাবে, বই পড়ার ব্যাপারে উৎসাহিত হবে, একনার একটা বই পড়া শুরু করলে শেষ না করে উঠবে না এমন কিছু বইয়ের নাম বলেন প্লিজ। 


শেয়ার করুন বন্ধুর সাথে

কিশোরদের জন্য প্রচুর বই আছে যেগুলো পড়ে তারা নির্মল আনন্দ পাবে। তার মধ্য কিছু উল্লেখ করা হলো—

১.দীপু নাম্বার টু (মুহাম্মাদ জাফর ইকবাল)

২.গুপী গাইন বাঘা বাইন (উপেন্দ্রকিশোর রায়চৌধুরী)

৩.টুনটুনি ও ছোটাচ্চু (মুহাম্মাদ জাফর ইকবাল)

৪.ইচ্ছাপূরণ (মুহাম্মাদ জাফর ইকবাল)

৫.ভুতের বাচ্চা কটকটি (মুহাম্মাদ জাফর ইকবাল)

৬.বোতল ভূত (হুমায়ূন আহমেদ)

৭.ছোটদের সেরা গল্প (হুমায়ূন আহমেদ)

৮.মিশির আলী Unsoved (হুমায়ূন আহমেদ)

৯.বাঙ্গালীর হাসির গল্প (জসীম উদ্দীন)

১০.আমি তপু (মুহাম্মাদ জাফর ইকবাল)

১১.দ্বিতীয় পৃথিবী (মোস্তাক আহমেদ)

১২.রোবটের পৃথিবী (মোস্তাক আহমেদ)

১৩.দ্যা অয়ার অব দ্যা ওয়ার্ল (হার্বার্ট জর্জ ওয়েলস)

১৪.ব্ল্যাকহোলের বাচ্চা (মুহাম্মাদ জাফর ইকবাল)

১৫.অভিজিৎ নক্ষত্রের আলো (দীপেন ভট্টাচার্জ)

১৬.আঙ্কল টমস কেবিন (হ্যারিয়েট বিচার সেটা)

১৭.ফ্রাঙ্কনস্টাইন (মেরী শেলী)

১৮.গল্প১০১ (সত্যজিৎ রায়)

১৯.ফেলুদা (সত্যজিৎ রায়)

২০.প্রফেসর শঙ্কু (সত্যজিৎ রায়)

২১.বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার (মুহাম্মদ জাফর ইকবাল)

২২.বিজ্ঞানীদের কান্ডকারখানা (রাগিব হাসান)

২৩.পিনোকিও (সাহিত্য প্রকাশ)

২৪.স' তে সেন্টু (মুহাম্মাদ জাফর ইকবাল)

২৫.একটুখানি বিজ্ঞান (মুহাম্মাদ জাফর ইকবাল)

২৬.ফেলুদা (সত্যজিৎ রায়)

২৭.বাছাই বারো (সত্যজিৎ রায়)

২৮.লোকে কি বলবে (আয়মান সাদিক)

২৯.প্যারাডক্সিক্যাল সাজিদ (আরিফ আজাদ)

৩০.পাঁচ কিশোর উপন্যাস (ধ্রুব এষ)

[এছাড়া পাঞ্জেরী পাবলিকেশন্সের বই কিনতে পারেন। শিশু কিশোরদের বই প্রকাশে পাঞ্জেরী বেশ সক্রিয়। বিশেষ করে কমিকস নিতে পারে। কমিকস কিশোরদের বেশ প্রিয়। আর পাঞ্জেরী প্রকাশিত বেশ জনপ্রিয় কমিকস রয়েছে।]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ