• বৃত্তি নিয়ে ফিনল্যান্ডে উচ্চশিক্ষা শিক্ষা
  • আসসালামুয়ালাইকুম , আপনারা কেমন আছেন?
  • আমি আজ আপনাদের সাথে একটি শিক্ষা বৃত্তির কথা বলব এই বৃত্তিটির অর্গানাইজার হলো ইউরোপের দেশ ফিনল্যান্ডের। চলুন শিক্ষা বৃত্তিটির সম্পকে জেনে নেওয়া যাক।
বিশ্ববিদ্যালয়ের নাম : হেলসেনকি বিশ্ববিদ্যালয়।
দেশের নাম : ফিনল্যান্ড
কোর্স: মাস্টার্স
আবেদনের শেষ দিন : ৪ নভেম্বর ২০২১
অর্থিক সাহায্য : সম্পূর্ণ বিনামূল্যে।
থাকা, খাওয়া , বিমান টিকিট যাওয়া আসা সহ বছরে ১০ হাজার ইউরো প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:
যেকোন দেশের নাগরিক আবেদন করতে পারবেন।
স্নাতক পাস হতে হবে।
একাডেমিক পারফরম্যান্স খুব ভালো হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভাষা পরিক্ষায় পাস করতে হবে।
IELTS না থাকলেও চলবে তবে  ভালো স্কোর থাকলে বৃত্তি পেতে সাহায্য করবে।
এখানে অফিসিয়াল লিংক ক্লিক করুন।






Share with your friends