আমি একাদশ শ্রেনিতে মানবিক নিয়ে পরবো  । আমি আগে সাইন্সেে ছিলাম এসএসসিতে এখন HSC মানবিকে সহজ সাবজেক্টগুলোর একটা তালিকা দিন প্লি??? আর যেগুলো নিয়ে    পরলে বিশ্ববিদ্যালয়েও৷ভবিষ্যতে  কোনো প্রবলেম হবে না।   


Share with your friends

মানবিক শাখায় মূলত যে কয়টি বিষয় রয়েছে তা হচ্ছে-

১.পৌরনীতি ও সুশাসন। 

২.ইতিহাস। 

৩.ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

 ৪.সমাজবিজ্ঞান। 

৫.সমাজকল্যাণ। 

৬.ভূগোল। 

৭.যুক্তিবিদ্যা। 

৮.ইসলাম শিক্ষা।

 ৯.মনোবিজ্ঞান।

 ১০.অর্থনীতি। 

১১.কৃষিশিক্ষা প্রভৃতি।

তবে সহজ বিষয় হিসেবে আপনি পৌরনীতি ও সুশাসন, ইতিহাস, সমাজবিজ্ঞান এবং অপশনাল হিসেবে অর্থনীতি বিষয়টি নিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App