Call
প্রতিটি এপ্সই যখন আপনি ব্যবহার করবেন তখন সেই এপ্সগুলোতে কিছু ডাটা তৈরি হবে। সেগুলো আপনার ফোনেই এপ্স জমা রাখবে। সে জন্য এপ্সগুলোর সাইজ বড় দেখা যায়৷ আবার কিছু এপ্স আছে যেগুলো গুগোল একাউন্ট বা অন্য একাউন্ট ক্লাউডের মতো সংরক্ষণ করে রাখে। আপনার এপ্স ইন্সটল করার পর সেই সংরক্ষিত ডাটাগুলো আবার এপ্সের সাথে যুক্ত হয়৷ আর সে জন্যই এপ্সগুলোর সাইজ বেড়ে যায়৷ এটা থেকে পরিত্রাণের নির্দিষ্ট বা যৌক্তিকভাবে কোনো সমাধান নাই।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ