Jamiar

Call

ওনার গোপনাজ্ঞ থেকে আসা   সাদা স্রাব অতিরিক্ত হারে বের হলে ওনাকে গাইনি চিকিৎসকের কাছে যেতে বলেন । ও চিকিৎসা নিতে বলেন । ওনাকে এসব বাজে কাজ করতে নিশেধ করেন। ওনি চিকিৎসা নিলেই আসা করি সমাধান পাবে।

তবে হ্যা ওনাকে এখন কিছু নিয়ম মেনে চলতে বলবেন তা হলো ওনাকে বলবেন

  • গরম পানি করে সেখানে লবন মিশিয়ে নিতে বলবেন এর পর সেই পানি দ্বাড়া ওনার গোপনাজ্ঞ পরিস্কার করতে বলবেন।
  • মাসিকের সময় প্যাড অতিরিক্ত বেশি সময় পর্যন্ত রাখতে বলবেন না।
  • আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে
  • সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরতে বলবেন
  • ওজন বেশি থাকলে তা কমানোর চেষ্টা করতে হবে।
  • যোনি আর্দ্র ও ভেজা রাখাযাবে না ওনাকে জানিয়ে দিবেন। 
  • মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
  • নিয়মিত গোসল করুন।
  • রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
অতিরিক্ত সাদা স্রাব ও যোণী চুলকানি হলে অবশ্যই গাইনি চিকিৎসকের কাছে যেতে বলবেন। এ ব্যপারে অবহেলা করবেন না। আসা করি বুঝতে পারছেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ