আমি আমার প্রেমিকার সাথে ৩/৪ পর পর ১ বার যৌন মিলন করার আগে ১ টি dumax 30 খাই।এভাবে খেলে কি আমার কোনো সমস্যা হবে?
Share with your friends
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হ্যা আপনি এই মেডিসিন খেতে পারবেন সমস্যা নেই । তবে আপনি ৩/২ মাস পর বা ৭/৮ মাস পর খেতে চান না কেনো অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে খেতে হবে । কেনো না আপনার দেহে কত মিলিগ্রামের মেডিসিন নিরাপদ হবে তা হয়তো আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ভুল ডোজ বা অতি মাত্রার ডোজ নিলে আপনার স্বাস্থে মারাত্মক প্রভাব ফেলতে পারে যা এই মেডিসিনের সাইট ইফেক্ট গুলো অতিমাত্রায় প্রভাব ফেলতে পারে এবং ব্লাড প্রেস্রার বেরে যেতে পারে।কাজেই এসব সেক্সূয়াল মেডিসিন নেওয়ার আগে অবশ্যই এ ব্যপারে অবিজ্ঞ চিকিৎসকের কাছে আপনার বয়স ,ওজন ও বিপি কান্ডিশন জানিয়ে দিন এবং আপনার হাই ব্লাড প্রস্রারের মত সমস্যা আছে কিনা তা জানিয়ে দিয়ে মেডিসিন সাজেস্ট করে নিবেন, আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।