এ প্রশ্নটি আমি করেছিলাম কৈউ ঠিক মত উত্তর দিতে পারে নি ।তারা মনে করেছে ফেসবুক আইডি নেম ও ইউজার নেম এক জিনিস ।এটা এক নই । তাই আমি এবার করলাম ,আমি জানতে চাই ফেসবুক ইউজার নেম কিভাবে চেন্জ করব ।
শেয়ার করুন বন্ধুর সাথে

ফেসবুক ইউজার নেম হচ্ছে আপনার পরিচয় ।এটি আপনি সার্চ এর সময় নাম্বার এর জায়গায় এটি ব্যবহার করতে পারবেন ।এটি পরিবর্তন করতে হলে আপনাকে মেসেন্জারে আপনার প্রোফাইল এ গিয়ে নিচে দেখেন Username লেখা আছে সেখানে কিল্ক করে Edit Username এ ক্লিক করলেই আপনি অপনার ইউজার নেম চেন্জ করতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফেসবুক ইউজার নেম একবার সেট করলে সেটা পরিবর্তন করা যায় না। আর সেট করতে, facebook.com/username লিংকে ডুকেন। আশা করি উত্তরটি পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ