Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।আসলে Mifepristone পিল হলো গর্ভপাত এর পিল যা ৫০ দিনের গর্ভবতী  নারীদের সেবন করিয়ে গর্ভপাত করানো হয়।আপনি কি কারনে এই পিল খেয়েছেন তা বলেন নি।তবে এই Mifepristone পিল কিন্তু মাসিক বন্ধ থাকলেই যে খেতে হবে তা কিন্তু কখনোই না।যাইহোক যেহেতু গত মাসে এই Mifepristone পিল খেয়েছেন ও মাসিক হয়েছেন সেক্ষেত্রে পরবর্তীতে এই পিলের প্রভাবের কারনে মাসিক ঝামেলা হতে পারে,সুতারং অপেক্ষা করুন মাসিক হবে, তবে আয়রনের ট্যাব খেতে পারেন এতে মাসিক হতে সহায়তা করবে।মনে রাখবেন নিজে থেকে না জেনে বুঝে কোন পিল খাওয়া নিরাপদ নয়।কোন সমস্যা হলে অবশ্যই চিকিৎসক এর সহায়তা নিবেন।আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ