দাঁত ব্যাথার জন্য ৭ মাস আগে নিচের ৩টা দাঁত রুট ক্যানেল করিয়েছিলাম ডিপ্লোমা দন্তচিকিৎসক দিয়ে কিছুদিন পর আবার ব্যাথা হয় তারপর একজন বিডিএস দেখাই সে এক্সরে করে পুনরায় রুট ক্যানেল করে কিন্তু এখন ৩ টা দাঁতের মধ্যে সবসময় জ্বালাপোড়া ভাব ও যন্ত্রণা হয় তবে ব্যাথা হয় না আবার মাঝেমধ্যে ১-২ দিন একদম ভালো লাগে। দাঁত দিয়ে সবকিছু চিবাতে পারি খেতে পারি। অনেক এন্টিবায়োটিক খেয়েছি এটা খেলে কয়েকদিন ভালো লাগে আবার এমন হয়। এ অবস্থায় আমি কি করব। সবার পরামর্শ চাই


শেয়ার করুন বন্ধুর সাথে